মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

এবার নাসার মিশন শুক্র যান পাঠাবে ভারতও

এবার নাসার মিশন শুক্র যান পাঠাবে ভারতও

মঙ্গলের পর এবার শুক্র অভিযানের তোড়জোড় শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা। এ মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রে মোট দুটি অভিযান চালানো হবে। প্রতিটি মিশনের জন্য খরচ হবে ৫০ কোটি ডলার। নাসার তরফে বিল নেলসন জানিয়েছেন, এ অভিযান এমন একটি গ্রহকে নিয়ে গবেষণার সুযোগ এনে দেবে যা গত ৩০ বছরেও পাওয়া যায়নি। এর আগে সর্বশেষ ১৯৯০ সালে শুক্রের কক্ষপথে ম্যাগেলান যান পাঠানো হয়েছিল। এটিও পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইউরোপ ও জাপানও শুক্রের কক্ষপথে যান পাঠায়। এখনো সেগুলো শুক্রের কক্ষপথে পরিক্রম করছে। নেলসন জানিয়েছেন, এ দুই মিশনের মাধ্যমে খতিয়ে দেখা হবে শুক্র কীভাবে পুড়ে টিকে আছে। এর পৃষ্ঠে গলে যাওয়া সিসা নিয়েও পরীক্ষা চালানো হবে। শুক্র সৌরজগতের দ্বিতীয় গ্রহ। আর এ গ্রহ সবচেয়ে বেশি উষ্ণ। এর তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, এ দুটি মিশন হবে ২০২৮ ও ২০৩০ সালে। প্রথম ক্ষেত্রে শুক্রের জলবায়ু, মাটি ইত্যাদি পর্যবেক্ষণ করা হবে। দ্বিতীয়টি প্রথমটির ওপর ভিত্তি করে এগোবে। প্রথম মিশনের নাম রাখা হয়েছে দ্য ভিঞ্চি ও দ্বিতীয় মিশনের নাম রাখা হয়েছে ভেরিটাস। মূলত শুক্রের পৃষ্ঠে খনিজের সন্ধান করাই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য। তবে শুক্র অভিযানে নাসাকে টক্কর দিতে পারে ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা ইসরো। ইসরো ফের একটি ‘মার্স অরবিটর মিশন’ পরিচারণা করার প্রকল্প হাতে নিয়েছে। এর নাম রাখা হয়েছে ‘মার্স অরবিটর মিশন-২’।

সর্বশেষ খবর