বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

করোনা আক্রান্তদের গুয়ান্তানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

করোনা আক্রান্তদের গুয়ান্তানামো পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প

ক্ষমতায় থাকাকালে করোনাভাইরাস নিয়ে নানা মন্তব্যের জেরে সমালোচিত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছেড়ে যাওয়ার পরও আলোচনায় আসলেন তিনি। ক্ষমতায় থাকাকালে দেশের করোনা সংক্রমিত নাগরিকদের ভয়ঙ্কর গুয়ান্তানামো বে-কারাগারে পাঠাতে চেয়েছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমেরিকাজুড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবিলার সময় সিচুুয়েশন রুম থেকে ট্রাম্প তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, ‘আমাদের কোনো দ্বীপ নেই?’ এরপর তিনিই বলেছিলেন, ‘গুয়ান্তানামো বে কেমন হবে?’

ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এ চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয়নি।

সর্বশেষ খবর