বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

টিকা না নিলে জেল

টিকা না নিলে জেল

করোনাভাইরাস টিকা না নিলে নাগরিকদের জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুমকি দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনা প্রতিরোধে দেশটিতে টিকাদান কর্মসূচি চললেও টিকা নিচ্ছে না দেশটির জনসাধারণ। এমন সংবাদ প্রেসিডেন্টের কাছে পৌঁছলে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, হয় করোনা টিকা নেবেন অথবা আমি আপনাকে কারাগারে পাঠাব। এই ২টির মধ্যে আপনারাই একটা বেছে নিন। প্রেসিডেন্ট দুতের্তে আরও বলেছেন, আমাকে ভুল বুঝবেন না। দেশে একটি সংকট চলছে। এর থেকে উত্তরণে দেশের নাগরিকরা সরকারকে সহায়তা না করায় আমি খুবই হতাশ। করোনাভাইরাস মহামারীতে এশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ফিলিপাইন।

মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছে ২৩ হাজারের বেশি মানুষ। ফিলিপাইনের ১১ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত মাত্র ২১ লাখ মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনতে পেরেছে দেশটির সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর