বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইরান

মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইরান

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবির বিভিন্ন ওয়েবসাইট বন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে। এ অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। উল্লেখ্য, ইরানি এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিযোগ করছে, এই সাইটগুলো ভুল তথ্য ছড়াচ্ছে। মঙ্গলবার দেখা যায় এসব ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। তার জায়গায় দেখা যাচ্ছে একটি নোটিস যাতে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো ‘বাজেয়াপ্ত’ করেছে। এতে এফবিআই এবং মার্কিন বাণিজ্য দফতরের সিলও দেখা যাচ্ছে।

 এর পরিপ্রেক্ষিতে খতিবজাদে বলেন, ইরান আমেরিকার এই অবৈধ ও প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর