বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

ভোটাধিকার রক্ষায় বিল আটকে গেল মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে ভোট ব্যবস্থাপনার ওপর আনা একটি বিল পাস করেনি সিনেট। ভোটাধিকারের সুরক্ষা ও ব্যালটের ওপর ভোটারদের আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা এই আনা বিল আনে। তা প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে পাস হয়নি। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ভোট ব্যবস্থাপনায় পরিবর্তনের চিন্তা করে ডেমোক্র্যাটরা। এ জন্য এ সংক্রান্ত ইস্যুতে আনা বিলের ওপর মঙ্গলবার সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিলটি আটকে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী আইন হালনাগাদের পক্ষে দ্বিদলীয় সমর্থন জোরাল করার বদলে এটির বিপক্ষে অবস্থান নিল বিরোধী রিপাবলিকান পার্টি। খবর এএফপির। ডেমোক্র্যাটরা একটি পরীক্ষামূলক ভোট হিসেবে ‘ফর দ্য পিপল অ্যাক্ট’ নামে ওই বিল সিনেটে উত্থাপন করেন। রিপাবলিকানদের বিতর্কিত ওই পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন সমালোচকরা। তাঁদের ওই পদক্ষেপে ডাকযোগে ভোটদানের ওপর বিধিনিষেধ আরোপ, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটারদের পানি সরবরাহকে অবৈধ কর্মকান্ড হিসেবে আখ্যা প্রদান ও আগাম ভোটদানকে সীমিত করার মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বিলটি হেরে গেলেও তার মানে এ নয় যে, মার্কিন ভোটারদের অধিকার রক্ষার লড়াই শেষ হয়ে গেল। বরং এখন থেকে শুরু হলো এ লড়াই। লড়াইয়ে জিততে আমরা আমাদের সব বিকল্পই গ্রহণ করব। আমাদের সেই বিকল্প আছে বলে মন্তব্য করেছে সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।

সর্বশেষ খবর