শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

মার্কিন সেনা সরলেই ৬ মাসে কাবুল দখল করবে তালেবান

মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে সব মার্কিন সেনা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু মার্কিন গোয়েন্দারাই সতর্ক করে দিয়েছে, সেনা সরে যাওয়ার মাস ছয়েকের মধ্যেই কাবুল দখল করে নেবে তালেবানরা। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বুধবার এমনটাই জানিয়েছে। আজ মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন ও শীর্ষস্থানীয় দুই আফগান নেতা আশরাফ গনি ও আবদুল্লার বৈঠক হওয়ার কথা। তার ঠিক আগেই সামনে এলো এমন সতর্কবার্তা। ১ মে থেকেই আফগানিস্তানে পুরনো তৎপরতায় ফিরতে শুরু করেছে তালেবানরা। এর মধ্যেই দেশের বহু অঞ্চল তারা দখলে নিয়েছে। সেনা সরতে শুরু করতেই তালেবানরা যে মূর্তি ধারণ করেছে, তা থেকে কাবুল দখল করার আশঙ্কা ক্রমেই জোরদার হতে শুরু করেছে।  ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর রিপোর্ট অনুযায়ী, আগে মনে করা হচ্ছিল হয়তো গনির সরকার বছর দুয়েক টিকবে মার্কিন সেনা সরে যাওয়ার পরে। কিন্তু এখন আশঙ্কা তৈরি হচ্ছে, হয়তো ছয় মাসের মধ্যেই কাবুল চলে যাবে তালেবানের দখলে। এমনকি তিন মাসের মধ্যেই গদিচ্যুত হতে পারেন গনি।  উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসেই বাইডেন প্রশাসনকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা।

সর্বশেষ খবর