শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

করোনা ছড়ানোর পুরস্কার!

উহান ল্যাব

চীনের ‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’। যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ধারণা করা হয় এই গবেষণাগার থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যার কারণে মৃত্যুর মিছিল চলছে প্রতিদিনই। আর এই অবস্থায় ‘বিজ্ঞানে অবদানের জন্য’ বিতর্কিত প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ সম্মানের জন্য মনোনীত করেছে চীন। দেশটির সংবাদমাধ্যম ‘সিনা নিউজ’ সূত্রে খবর, ২০২১ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারণ অবদানের জন্য ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজিকে মনোনীত করেছে ‘চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্স’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কভিড-১৯ রোধে বিস্তারিত ও শৃঙ্খলা মেনে গবেষণার জন্যই এই স্বীকৃতি। শুধু ইনস্টিটিউটকেই নয়, বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে এই প্রতিষ্ঠানের ডিরেক্টর শি ঝেংলিকে। দেশে তাঁকে ‘ব্যাটওম্যান’ বলা হয়। তবে এই গবেষণাগার থেকেই করোনা ছড়িয়েছে বলে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ ও বিজ্ঞানীদের অভিযোগ। শুধু তাই নয়, করোনা আসলে একটি জৈব মারণাস্ত্র বলেও অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে চীন।’

উল্লেখ্য, চীনের সাফাই সত্ত্বেও করোনার উৎস যে চীন সেই বিষয়ে এক প্রকার নিশ্চিত আমেরিকা। প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আর একধাপ এগিয়ে অভিযোগ করেছেন যে চীনের পিপলস লিবারেশন আর্মি উহানের ল্যাবরেটরির কাজে যুক্ত। তারা মুখে বলে নাগরিকদের জন্য গবেষণার কাজ করে। তবে এর অন্দরে লালফৌজের গোপন কাজকর্ম হয়। প্রসঙ্গত, চীনের এই গবেষণাগার থেকেই মারণ করোনাভাইরাস ছড়িয়েছে কি না, তা এখনো তদন্তসাপেক্ষ। তবে অনেকেই এ বিষয়ে একমত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর