শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক

নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক

জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে বড়সড় অগ্রগতির পথে মোদি সরকার। গতকাল কাশ্মীরের আটটি স্বীকৃত রাজনৈতিক দলের ১৪ জন প্রথম সারির নেতাকে নিয়ে সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুখ এবং ওমর আবদুল্লাহ, পিডিপির মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদসহ কাশ্মীরের তাবড় শীর্ষনেতারা। সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয়েছে মূলত কাশ্মীর এবং জম্মুর বিধানসভার পুনর্বিন্যাস এবং দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করা নিয়ে। তবে, এসবের মাঝে শিরোনামে উঠে এসেছে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি                  -টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর