শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

এরপর বোমা জাহাজেও পড়বে

যুক্তরাজ্যকে রাশিয়া

ক্রিমিয়া উপকূলের কাছে ফের কোনো উসকানিমূলক কর্মকান্ড করলে পরেরবার বোমা কৃষ্ণসাগরের ব্রিটিশ নৌযান লক্ষ্য করেই ছোড়া হতে পারে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কো যুক্তরাজ্যের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দিয়েছে। ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয় বলে বুধবার জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে মস্কো। রাশিয়ার ভাষ্য, ব্রিটিশ নৌযানটি অনুমতি ছাড়াই তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেনকেই ক্রিমিয়ার কাছের ওই জলসীমার মালিক বলে বিবেচনা করে আসছে। রয়াল নেভির ডেস্ট্রয়ার ‘এইচএমএস ডিফেন্ডার’ নিয়ে রাশিয়া যে ভাষ্য দিয়েছে, তা সঠিক নয় বলে দাবি যুক্তরাজ্যের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন, ‘যুদ্ধজাহাজটি রাশিয়ার জলসীমায় ছিল কিংবা সেটিকে হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়েছে এমন কথা সঠিক নয়।’ কিন্তু রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্তব্য করেছে, যুক্তরাজ্য ক্রিমিয়া উপকূলের কাছের ওই ঘটনা নিয়ে ‘নির্লজ্জ মিথ্যা’ বলছে। বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ‘আমরা কান্ডজ্ঞান ব্যবহারের অনুরোধ করছি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি জানাচ্ছি।

এভাবে কাজ না হলে, আমরা বোমাও মারতে পারি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর