শিরোনাম
শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে ক্যুর পর আড়াই লাখ উদ্বাস্তু

মিয়ানমারে ক্যুর পর আড়াই লাখ উদ্বাস্তু

ত্রাণের অপেক্ষায় মিয়ানমারের শিশুরা

মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলে হটিয়ে ক্ষমতা দখলের পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত ২ লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের অং সান সু চির সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পাঁচ মাস পর জাতিসংঘ এ তথ্য দিল।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী সু চি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর মিয়ানমারের ভিতরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় প্রতিদিন প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে গত পাঁচ মাস ধরেই দেশটিতে বিক্ষোভ ও আন্দোলন চলছে। আর তাতে বল প্রয়োগ ও হত্যাকান্ড চালাচ্ছে সেনাবাহিনী। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে। তবে সেনাবাহিনীর হাতে এ পর্যন্ত প্রায় ৯০০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আটক করা হয়েছে ৬ হাজার ব্যক্তিকে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এমন বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

সর্বশেষ খবর