শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

গত বছর সাইবার হামলার শিকার ৯৩ ভাগ সৌদি সংস্থা

গত বছর সাইবার হামলার শিকার ৯৩ ভাগ সৌদি সংস্থা

গত এক বছরে ৯৩ শতাংশ সৌদি সংস্থাই সাইবার আক্রমণের শিকার হয়েছে। দেশটির ২৫২টি সংস্থার ওপর এ জরিপ চালানো হয়। তাতেই এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। মার্কিন প্রযুক্তি কোম্পানি ভিএমওয়্যার ওই জরিপটি পরিচালনা করে। আরব নিউজ জানায়, ভিএমওয়্যার বৈশ্বিক পর্যায়ে সাইবার আক্রমণ নিয়ে নজরদারি চালায়। জরিপে তারা বিভিন্ন কোম্পানির তথ্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর ওপর ভিত্তি করেই এই হার নির্র্ণয় করা হয়। এতে দেখা যায়, গত এক বছরে সৌদি ৯৩ শতাংশ সংস্থা সাইবার আক্রমণের শিকার হয়েছে। বিশ্বজুড়ে কোম্পানিগুলোর নিরাপত্তা টিমকে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সেটিই এই প্রতিবেদন থেকে উঠে এসেছে।

সর্বশেষ খবর