শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

মমির সিটিস্ক্যান

মমির সিটিস্ক্যান

প্রাচীন মিসরে দেবতার মর্যাদায় আসীন আনখেখোনসু নামের এক ব্যক্তির মমির সিটি স্ক্যান করা হয়েছে। মমির রহস্য উদ্ঘাটন করার গবেষণার অংশ হিসেবে ইতালির মিলান শহরের একটি হাসপাতালে এ পরীক্ষা করা হয়েছে। আনখেখোনসুর মমিটি তিন হাজার বছরের পুরনো। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেরগামোর সিভিক আর্কিওলজিক্যাল জাদুঘর থেকে মিলানের পলিক্লিনিকো হাসপাতালে নেওয়া হয় এবং ২১ জুলাই সিটি স্ক্যান করা হয়। বিশেষজ্ঞরা আশা করছেন, মেডিকেল পরীক্ষার পর আনখেখোনসুর জীবনযাপন ও তাকে সমাহিত করার নানা বিষয় সম্পর্কে জানা যাবে। তার নাম কফিনে পাঁচবার লেখা ছিল। তার নামের অর্থ- ‘দেবতা খোনসু জীবিত’। মালগোরা আরও বলেছেন, সিটি স্ক্যানের তথ্য পর্যালোচনা করে মমির দীর্ঘস্থায়িত্ব বিষয়ে গবেষকরা ধারণা পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর