শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

দেশবাসীকে সতর্ক করতে ভুটানের রাজার চেষ্টা

দেশবাসীকে সতর্ক করতে ভুটানের রাজার চেষ্টা

মাথায় বেসবল ক্যাপ, পরনে হাঁটু পর্যন্ত লম্বা ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গে পিঠে ঝোলানো ব্যাগ; এভাবেই সাপ আর জোঁকে ভরা একের পর এক জঙ্গল ও পাহাড়ি পথ অতিক্রম করে চলছেন ভুটানের রাজা। তবে এমনিতেই তার এ পথচলা নয়। দেশটির বিভিন্ন প্রান্তে নাগরিকদের কভিড মোকাবিলায় পদক্ষেপ মেনে চলতে উদ্বুদ্ধ করতে রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক এই কাজ করে চলছেন। কেবল তা-ই নয়, প্রত্যেকটি এলাকা থেকে ফিরে নিয়ম মেনে রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইনেও থাকছেন। করোনা থেকে ৭ লাখের মতো জনসংখ্যার দেশটিকে রক্ষায় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দিয়েছে তার বাস্তবায়ন ঠিকঠাক হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণে গত ১৪ মাস ধরে ভুটানের রাজা এভাবেই দেশ চষে বেড়াচ্ছেন।

সর্বশেষ খবর