সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে : রাশিয়া

বুধবার ব্রিটিশ যুদ্ধ জাহাজে সতর্কতামূলক গুলি চালায় রাশিয়া

দিন কয়েক আগে ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে রাশিয়া। এরপর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওই ধরনের ভুল করলে জাহাজেই বোমা পড়বে। সেই হুমকি শেষ না হতেই বলেছে, কৌশলগত কৃষ্ণ সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায়সহ যেকোনো উপায় অবলম্বন করে রাশিয়া নিজের সীমানা রক্ষা করবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার বলেন, ‘আমরা পেন্টাগন এবং ব্রিটিশ নৌবাহিনীকে আহ্বান জানাব যাতে তারা কৃষ্ণ সাগরে অহেতুক নিজেদের ভাগ্য পরীক্ষা না করে।’ জেনারেল কোনাশেঙ্কভের এই বক্তব্য গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। গত বুধবার কৃষ্ণ সাগরের রুশ নৌবহর ও রাশিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিস  নিজেদের পানিসীমা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থাকাকালীন রুশ টহল জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয় এবং জঙ্গিবিমান থেকে ওই ডেস্ট্রয়ারের সামনে বোমা বর্ষণ করা হয়।

সর্বশেষ খবর