সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

ভিয়েনা সংলাপ ব্যর্থ হতে পারে

ভিয়েনা সংলাপ ব্যর্থ হতে পারে

যুক্তরাষ্ট্র বলেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করলে পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যদি এ কাজ অব্যাহত থাকে, যদি তারা অত্যাধুনিক সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে এবং একের পর এক এর মাত্রা বাড়াতে থাকে তাহলে তা আমাদের দৃষ্টিতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে।’ ব্লিঙ্কেন ভিয়েনা সংলাপ থেকে জো বাইডেন সরকারের সরে যাওয়ার আশঙ্কার কথাও জানান।

তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না তবে সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’

সর্বশেষ খবর