সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

ইউরোপে করোনা সংক্রমণ কমেছে

দেড় বছর ধরে বিশ্বকে কাঁপিয়ে চলছে করোনাভাইরাস। এরমধ্যে কখনো চরমভাবে কিছু এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। তবে আপাতত ইউরোপের কোনো কোনো দেশে সংক্রমণ কিছুটা কমেছে। তারপরেও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে দেশগুলোর নীতি নির্ধারকরা। জেনে  নেওয়া যায় বর্তমানে কোন দেশের অবস্থা কি। 

ব্রিটেন : ইউরোপে ব্রিটেনে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম ধরা পড়ে। এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে অন্য দেশেও। ব্রিটেনে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৮০ হাজার। কভিড-১৯ এ মারা গেছেন মোট ১ লাখ ২৮ হাজার জন।

স্পেন : দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার। মৃত্যুবরণ করেছেন ৮০ হাজার ৭৬৬জন। ইতালি, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডসে  গত কিছুদিনে সংক্রমণ বেশ কমেছে।

সর্বশেষ খবর