মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এলে দায়ী থাকবে পাকিস্তান

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় এলে দায়ী থাকবে পাকিস্তান

পাকিস্তানের আশ্রয়-প্রশ্রয়েই আফগানিস্তানে তালেবানগোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক সাবেক

উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ‘তালেবান ক্ষমতায় এলে সরাসরি দায়ী থাকবে পাকিস্তান’। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘তালেবানগোষ্ঠী ফের আফগানিস্তানের জাতীয় ক্ষমতায় আসতে চাইছে। গত দুই দশকে তারা ব্যাপক শক্তি অর্জন করেছে এবং এর জন্য পাকিস্তান সরকারের একটি প্রভাবশালী অংশ সরাসরি দায়ী।

তাদের কারণে বরাবরই তালেবানগোষ্ঠীর জন্য নিরাপদ স্বর্গ ছিল পাকিস্তান।’ তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবানরা যদি জাতীয় মতার অংশীদার হয়ে ওঠে, তাহলে পরবর্তীতে তারা পাকিস্তানের স্তিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।’

সর্বশেষ খবর