বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব চরমে

পশ্চিমবঙ্গে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব চরমে

সেই নব্বইয়ের দশকে ভারতে চাঞ্চল্য ফেলেছিল জৈন কেলেঙ্কারি। পশ্চিমবঙ্গে আবারও শিরোনাম হচ্ছে ওই মামলা। সোমবার সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের নাম উল্লেখ করে অভিযোগের তীর ছোড়েন। তিনি বলেন, ‘রাজ্যপাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। নব্বইয়ের দশকে জৈন হাওয়ালা কেলেঙ্কারিতে নাম ছিল তার। তার বিরুদ্ধে ওই ঘটনার পর একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলা এখনো চলছে।’ মুখ্যমন্ত্রী মমতা ও রাজ্যপাল ধনখড়ের সম্পর্ক যথেষ্টই খারাপ। এখন তা চরম আকার ধারণ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মমতার দাবি উড়িয়ে জৈন কেলেঙ্কারির চার্জশিটে তার     নাম নেই বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।     তবে জৈন কেলেঙ্কারি ফাঁস করেছিলেন যিনি সেই   সাংবাদিক বিনীত নারায়ণ গতকাল ফেসবুকে দাবি করেন, ‘নৈতিকতার খাতিরে পদত্যাগ করা উচিত জগদীপ ধনখড়ের। জৈনের হিসাব খাতায় তার নামে ৫.২৫ লাখ টাকা উৎকোচ নেওয়ার কথা লেখা রয়েছে।’

সোমবার সংবাদ সম্মেলনে মমতা প্রশ্ন রাখেন, ‘কেন্দ্রীয় সরকার কেন এরকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে রাজ্যপাল করেছেন? আমি কেন্দ্রীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে পরপর তিনবার আবেদন করেছি, তাকে (ধনখড়) এ পদ থেকে সরান। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বিভিন্ন সময় রাজ্যপালকে দিল্লিতে ডেকে সলাপরামর্শ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।’

এর বিপরীতে রাজ্যপালের দাবি, তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। মমতার অভিযোগের পরই সাংবাদিকদের কাছে নিজের অবস্থান ব্যক্ত করেন রাজ্যপাল। তিনি দাবি করেন, জৈন হাওয়ালা দুর্নীতি মামলায় চার্জশিটে তার নাম নেই। মমতা মিথ্যা বলছেন। অভিযোগ মিথ্যা হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না? এমন প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ‘মমতা সত্য থেকে অনেক দূরে রয়েছেন। তাকে আমি ছোট বোন হিসেবে দেখি। তাই তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেব না।’

সর্বশেষ খবর