বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

টাইগ্রে অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা

ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার সংঘাতকবলিত টাইগ্রে অঞ্চলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। টাইগ্রের রাজধানী মেকেলের রাস্তায় সরকারবিরোধী যোদ্ধাদের উপস্থিতির মধ্যে যুদ্ধবিরতির এ ঘোষণা দেওয়া হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ প্রায় আট মাস আগে সেখানকার নেতৃত্ব উৎখাতে সেনাবাহিনী পাঠান। সে থেকে ওই অঞ্চলে প্রবল সংঘাত চলে আসছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, টাইগ্রে অঞ্চলে সংঘাতের কারণে সাড়ে ৩ লাখ লোক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। সরকার এক বিবৃতিতে বলেছে, শর্তহীন ও একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। এ যুদ্ধবিরতি বর্তমান কৃষি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত চলবে। তবে এ ঘোষণার পরিপ্রেক্ষিতে টিডিএফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি আবি আহমেদের সঙ্গে কথা বলেছেন। তিনি আশা করছেন কার্যকর যুদ্ধবিরতির মধ্য দিয়ে শত্রুতার অবসান ঘটবে। ইথিওপিয়ায় ব্রিটিশ দূতাবাস যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতা আসার পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটতে থাকে। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। এ কারণে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান তিনি। কিন্তু প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলেও নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে তিনি শান্তি ফেরাতে ব্যর্থ হন।

সর্বশেষ খবর