বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

চীনে উন্মুক্ত হলো পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল

চীনে উন্মুক্ত হলো পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল

চীনের সাংহাই বিলাসবহুল সব হোটেলের জন্য বিখ্যাত। গত ১৯ জুন সেখানে নতুন করে চালু হয়েছে জে হোটেল সাংহাই টাওয়ার। এটি বিশ্বের সবচেয়ে উঁচু  হোটেল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। চীনের সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ার। ৬৩২ মিটার উঁচু ভবনটির টপ ফ্লোরেই অবস্থান জে হোটেলের। পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেলের দম্ভ ছাড়াও জে হোটেল আসলে দেখতে কেমন? এতে কক্ষ আছে ১৬৫টি, যার মধ্যে ৩৪টি সুইট। প্রতিটি কক্ষের সঙ্গে ইন্ডোর সুইমিং পুল, হার্মিস অ্যান্ড ডিপ্টিকের টয়লেট্রিজ, ম্যাগনোলিয়া পাপড়ি আকারের বাথটাব ও স্পা রয়েছে। হোটেলটির চারটি সুইটের আকার ৩৮০ বর্গমিটার করে। বেডরুমের পাশাপাশি এসব সুইটে পারলার, পড়াশোনার ঘর, রান্নাঘর, সাইকোথেরাপি এরিয়া আর কাপড় বদলানোর জন্য আলাদা কক্ষ রয়েছে। হোটেলটির সবচেয়ে কম দামি কক্ষে প্রতি রাত কাটাতে খরচ হবে প্রায় ৫৫৭ মার্কিন ডলার।

সর্বশেষ খবর