বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা
নারদ ঘুষ কেলেঙ্কারি মামলা

৫ হাজার রুপি জরিমানা দিলেন মমতা

কলকাতা প্রতিনিধি

৫ হাজার রুপি জরিমানা দিলেন মমতা

চাঞ্চল্যকর নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে হলফনামা নিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে তার আগে মমতার কাছ থেকে আদায় করা হয়েছে ৫ হাজার রুপি জরিমানা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও জরিমানা দিয়ে হলফনামা দাখিল করেছেন। ১৫ জুলাই কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এ মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে মমতা ও মলয় কলকাতা হাই কোর্টে নারদ মামলায় তাঁদের বক্তব্য পেশের জন্য হলফনামা জমা দিতে ব্যর্থ হন। পরে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। ওই সময় সুপ্রিম কোর্ট এ আবেদন শুনানির জন্য বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর সমন্বয়ে ডিভিশন বেঞ্চ গড়েন।

সর্বশেষ খবর