শিরোনাম
শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভিয়েনা সংলাপ ফের শুরু করতে সময় প্রয়োজন

ভিয়েনা সংলাপ ফের শুরু করতে সময় প্রয়োজন

রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করার ক্ষেত্রে কোনো কোনো দেশের আরও বেশি সময় প্রয়োজন। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ও ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ একথা জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, আগামী সপ্তাহের আগে সপ্তম দফা আলোচনা শুরু করা যাবে বলে মনে হয় না। গত এপ্রিলের গোড়ার দিক থেকে ভিয়েনা সংলাপ শুরু হয় এবং এ পর্যন্ত পাঁচ জাতিগোষ্ঠীর (চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) সঙ্গে ছয় দফা আলোচনা করেছে ইরান। কিন্তু আবার সংলাপ শুরু করা নিয়ে তিনি এ মন্তব্য করলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর