শিরোনাম
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
করোনা থেকে ‘মুক্ত’ যুক্তরাষ্ট্র

স্বাধীনতা দিবসে বাইডেনের ঘোষণা ঘিরে বিতর্ক

স্বাধীনতা দিবসে বাইডেনের ঘোষণা ঘিরে বিতর্ক

একসঙ্গে করোনা থেকে মুক্তি ও স্বাধীনতা দিবস পালন করল যুক্তরাষ্ট্র। এ জন্য আয়োজন করা হয় অনুষ্ঠানেরও। হোয়াইট হাউসে অনুষ্ঠানের ফাঁকে সেলফি তোলেন প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁয়ে), ফার্স্ট লেডি জিল বাইডেন (মাঝে), মেয়ে অ্যাশলি বাইডেন (ডানে) এবং নাতনি ফিনেগন বাইডেন ও নাওমি বাইডেন (পেছনে) -এএফপি

করোনা থেকে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র। মহামারী দমনে পুরোপুরি সফল তারা। রবিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এমনই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্বাধীনতা দিবসের সঙ্গে করোনামুক্তিও উদ্যাপন কআ হবে বলে সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বাইডেন প্রশাসন।

এদিন, হোয়াইট হাউসের সাউথ লনে হাজারখানেক অতিথি আমন্ত্রিত ছিলেন। সবাই জরুরি পরিষেবা ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। সেখানেই বাইডেন করোনার বিরুদ্ধে কার্যত জয় ঘোষণা করলেন। এদিনের ভাষণে তিনি বললেন, ‘আজ আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, সারা দেশ একসঙ্গে সচল হচ্ছে। ভাইরাস এখনো বিশ্ব থেকে বিদায় নেয়নি তবে আমেরিকাবাসী ভাইরাসের শাসন থেকে মুক্তি পেয়েছে। দেশকে আর কোনোভাবেই এ ভাইরাস বিকল করে দিতে পারবে না।’

তবে বিশ্বের অনেক বিশেষজ্ঞ বাইডেনের আপাতস্বস্তি নিয়ে উচ্ছ্বাসকে ভালো চোখে দেখছেন না।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনো আমেরিকা শীর্ষে। ৬ লাখের বেশি মৃত্যু। ভয়াবহ এ ক্ষয়ক্ষতির পর উদ্যাপনের কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। এ অবস্থায় সাউথ লন থেকে বাইডেনের এ ঘোষণার সময় নিয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রেস সেক্রেটারি জেন সাকির মতে টিকা নেওয়া হয়ে গেলে আপনি নিরাপদ। একই মত অ্যান্টনি ফাউসিরও। বাকিদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ বাইডেন প্রশাসনের।

সর্বশেষ খবর