মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভাইরাসের সঙ্গে বসবাস করা আমাদের শিখতে হবে : জনসন

ভাইরাসের সঙ্গে বসবাস করা আমাদের শিখতে হবে : জনসন

নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। অনেকটা এমনই মত ব্রিটেন সরকারের। মাস্ক পরার প্রয়োজনীয়তা নিজেকেই বুঝতে হবে। কারণ দেশটিতে মাস্ক পরার আর বাধ্যবাধকতা থাকছে না। বিশেষজ্ঞদের পরামর্শে প্রধানমন্ত্রী বরিস জনসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জনসন নিজেই বলেছেন, ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের কাবু হয়ে পড়া ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর পুরোদমে আনলকের আগে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা প্রধানমন্ত্রী জনসনের। গত মাসেই লকডাউন পুরোপুরি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ডেল্টা স্ট্রেইনের প্রকোপে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়। যেহেতু দেশের বেশির ভাগ মানুষ ইতিমধ্যে টিকা পেয়েছেন তাই আগামী ১৯ তারিখে লকডাউন তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। হাউজিং মন্ত্রী জানিয়েছেন, ১৯ জুলাই সম্পূর্ণভাবে লকডাউন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। এবারে সাধারণ মানুষের হাতে ব্যাপারটি ছেড়ে দেওয়া হবে। মাস্ক পরবেন কি পরবেন না, তার দায়িত্বও মানুষকেই নিতে হবে। আর জনসন সরকারের তরফে দেশবাসীকে মনে করিয়ে দেওয়া হয়েছে- এবার আমরা একটা নতুন যুগে প্রবেশ করছি।  ভাইরাসের সঙ্গে বসবাস করা আমাদের শিখতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। তবে সব সিদ্ধান্তই নির্ভর করছে সরকারের হাতে আসা কভিড-তথ্যের ওপর। জার্মানি, ইতালিসহ ইউরোপের একাধিক দেশ এর আগেই মাস্ক পরার বিধি তুলে দিয়েছে। টিকাকরণের জোরেই তাদের এই ‘স্বাধীনতা দিবস’ পালনের সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রিটেন।

সর্বশেষ খবর