মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইমরান আমলে ঋণ বেড়েছে

ইমরান আমলে ঋণ বেড়েছে

তিন বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসার সময় ইমরান খানের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে দেশটির ঋণ শূন্যের কোঠায় নিয়ে আসবে। কিন্তু বর্তমান পাকিস্তানের যে প্রেক্ষাপট তা একেবারেই এর উল্টো। দেশটির ঋণ তো কমেইনি বরং এ তিন বছরে বেড়েছে ১ লাখ ১৭ হাজার ৯০০ কোটি রুপি। শুধু ২০২০-২১ অর্থবছরে সরকারি ঋণ আরও ৪৯ হাজার ৮০০ কোটি রুপি বেড়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের নথির বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভর্তুকির কম সরবরাহ ও অদক্ষতার ব্যয় বৃদ্ধির কারণে শুধু ২০২০-২১ অর্থবছরে সরকারি ঋণ আরও ৪৯ হাজার ৮০০ কোটি রুপি বেড়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর