বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

অ্যামাজনে নতুন ব্যাঙের সন্ধান

অ্যামাজনে নতুন ব্যাঙের সন্ধান

দীর্ঘদিন ব্যাঙ এবং সাপের মতো উভচর ও সরীসৃপ প্রাণী নিয়ে কাজ করছেন জার্মান গবেষক রাফায়েল আর্নস্ট। সম্প্রতি তিনি এবং তাঁর টিম অ্যামাজনের জঙ্গলে আবিষ্কার করেছেন জোম্বি ব্যাঙের। জার্মান গণমাধ্যম ডিডব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কারের গল্প। নতুন প্রজাতির এ ব্যাঙের গায়ের রং গাঢ় কমলা। তার ওপর ছোট ছোট স্পট আছে। রাতের দিকে এ ধরনের ব্যাঙ কর্মচঞ্চল হয়ে ওঠে। মাটির তলায় গর্ত করে থাকে এরা। রাফায়েল জানিয়েছেন, সন্ধ্যার পর বৃষ্টি হলে এ ব্যাঙ ডাকে। তবে এর আওয়াজ অন্য ব্যাঙের চেয়ে একটু আলাদা। আগেই তারা নতুন প্রজাতির ব্যাঙের আওয়াজ পেয়েছিলেন। কিন্তু চোখে দেখতে পাননি।

জোম্বি কিন্তু জোম্বি নয় : রাফায়েল জানিয়েছেন, নামে জোম্বি থাকলেও আসলে নতুন প্রজাতির এ ব্যাঙ আচরণে ভয়ংকর নয়। তা সত্ত্বেও তারা এ নাম দিয়েছেন কারণ মাটিতে গর্ত করার সময় গবেষকদের জোম্বির মতো দেখতে লাগত। স্বভাবে নতুন প্রজাতির এ ব্যাঙ অত্যন্ত ভালো। তবে খুব সতর্ক না হলে তাকে দেখতে পাওয়া মুশকিল। দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আর গায়ের রঙের জন্য মাটির সঙ্গে মিশে যায়। প্রায় দুই বছর ধরে অ্যামাজনের জঙ্গলে থেকে নতুন এ ব্যাঙ আবিষ্কার করেছেন রাফায়েল। আরও দুটি নতুন প্রজাতির ব্যাঙ আগেই আবিষ্কার করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক আবিষ্কারটি গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, অ্যামাজনের জঙ্গল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। জঙ্গল কেটে ফেলা হচ্ছে। নতুন প্রজাতির ব্যাঙটি কার্যত অবলুপ্তির পথে।

দ্রুত ব্যবস্থা না নিলে একে আর বাঁচানো যাবে না।

সর্বশেষ খবর