শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইরানে আফগান সরকারের সঙ্গে তালেবানের বৈঠক

ইরানে আফগান সরকারের সঙ্গে তালেবানের বৈঠক

মার্কিন সেনাবাহিনী ২০ বছর ধরে আফগানিস্তানে অবস্থান করছে। আগামী চার মাসের মধ্যে সব মার্কিন সৈন্যই নিজ দেশে ফিরে যাবে। তাদের এই চলে যাওয়া কিন্তু আফগানিস্তানে গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। কারণ যে তালেবানকে দমন করতে তারা এতদিন যোদ্ধা দেশটিতে টন টন বোমা ফেলেছে তারা চলে যাওয়ার পর সেই তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা নিতে মরিয়া। ইতিমধ্যেই দেশটির অন্তত দেড়শ জেলা দখলে নিয়েছে তালেবান। সেখানে তারা শরিয়া আইনও চালু করেছে। এ অবস্থায় দেশটির শান্তির আশায় ইরানে আন্ত-আফগান আলোচনায় তালেবানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে আফগান সরকারের একটি প্রতিনিধি দল। এর আগে কাতারে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে দেশে ক্রমাগত বাড়তে থাকা সংঘাতের ফলে সে আলোচনা এখন স্থগিত রয়েছে। এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে আলোচনায় বসে দুই পক্ষ। তাতে মধ্যস্থতা করে ইরান। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। গতকাল তেহরানে আন্ত-আফগান বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ইরান ভবিষ্যতেও এ ধরনের বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে। দুদিন ধরে চলা এই বৈঠক গতকাল শেষ হয়। আশা করা হচ্ছে আলোচনার মধ্য দিয়ে দেশটিতে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা। এ নিয়ে একটি সমন্বিত বিবৃতি দেওয়া হয়েছে। ছয় ধারাবিশিষ্ট ওই বিবৃতিতে উভয়পক্ষ যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপের পাশাপাশি অদূর ভবিষ্যতেই পরবর্তী বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে। জারিফ বলেন, যুদ্ধ নয় বরং শান্তির পথে সাহসিকতা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত প্রত্যাশা পরিহার করে ছাড় দেওয়ার মনোভাব জোরদার করতে হবে। তিনি আরও বলেন, আফগান জাতি ৪০ বছর ধরে যুদ্ধে আক্রান্ত। যত দ্রুত সম্ভব এই জাতির উচিত যুদ্ধ বন্ধ করে উন্নয়নের দিকে মনোনিবেশ করা। প্রতিবেশী দেশ হিসেবে ইরান এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

এদিকে আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশের রাজধানী শহর তালেবান জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে আফগান সেনারা।

সর্বশেষ খবর