শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

জ্যাকব জুমার কারাজীবন শুরু

জ্যাকব জুমার কারাজীবন শুরু

আদালত অবমাননা মামলায় ১৫ মাসের জেল খাটার জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তাকে বুধবার নিজের প্রদেশ কাওজুলু-নাতালে এস্টকোর্ট কারেকশনাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু পুলিশ সতর্ক করে দেয়, তিনি যদি বুধবার মধ্যরাতের মধ্যে আত্মসমর্পণ না করেন তাহলে তাকে গ্রেফতার করবেন। এর পরই আত্মসমর্পণ করেন জ্যাকব জুমা। দুর্নীতির অভিযোগ তদন্তে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তা না মানায় ৭৯ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে জেল দেয় আদালত। শাস্তি ঘোষণার পর দক্ষিণ আফ্রিকায় অপ্রত্যাশিত আইনি নাটক শুরু হয়। কারণ, সেখানে এর আগে কোনো সাবেক প্রেসিডেন্টকে জেল দেওয়া হয়নি। জন্মস্থান কাওয়াজুলু-নাতাল প্রদেশের এস্টকোর্ট কারেকশনাল সেন্টারে গতকালই কারাজীবন শুরু করেন জুমা। জুমার মেয়ে ডুডু জুমা সামবুডলা টুইটে জানান, তার বাবার মনোবল এখনো দৃঢ়। তিনি বলেন, ‘বাবাকে স্যালুট জানাই’।

দক্ষিণ আফ্রিকায় নয় বছর ক্ষমতায় ছিলেন জ্যাকব জুমা। তার সময়ে যেসব দুর্নীতি হয়েছে সে বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয় তাকে। কিন্তু তিনি তা মানেননি। ফলে ২৯ জুন তাকে জেল দেয় আদালত। শুধু একবার তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি ক্ষমতায় থাকার সময় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় ব্যবসায়ীরা রাজনীতিকদের ওপর প্রাধান্য বিস্তার করতেন বলে অভিযোগ আছে।

জ্যাকব জুমা বারবার বলেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

সর্বশেষ খবর