শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

তীব্র খাদ্য সংকট উত্তর কোরিয়ায়

তীব্র খাদ্য সংকট উত্তর কোরিয়ায়

শষ্য খেত পরিদর্শন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

অ™ভুত একটি দেশ উত্তর কোরিয়া। দেশটির সত্যিকারের অবস্থা কী তা জানা খুবই দুষ্কর। তবে এবার জাতিসংঘ বলছে দেশটিতে তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। সেখানে অচিরেই আরও তীব্র হতে পারে এই সংকট। উত্তর কোরিয়ায় সাড়ে ৮ লাখ টন খাদ্যের অভাব রয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী মাস থেকেই সে দেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে বলে আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার। এ কথা বুধবার তারা জানিয়েছে। গত বছর থেকেই নানা সমস্যায় জর্জরিত থেকেছে কিম জং উনের দেশ। একদিকে মহামারী, অন্য দিকে প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার দাপট। দেশের অর্থনীতিও সমস্যার সম্মুখীন। এ বছরে সেই সমস্যা-সারণিতেই আরও এক সংকট এই খাদ্যাভাব। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গোটা উত্তর কোরিয়ার জন্য ১১ লাখ টন খাদ্য প্রয়োজন। কিন্তু বাণিজ্যিক আমদানিতে মাত্রই ২ লাখ হাজার টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। সুতরাং ৮ লাখ ৬০ হাজার টন খাদ্যের অভাব প্রকট হয়ে উঠেছে। এই ঘাটতি পূরণ করা সম্ভব না হলে অচিরেই তীব্র খাদ্য সংকটের মুখে পড়বে দেশটি।

সর্বশেষ খবর