শিরোনাম
শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই বন্দর

বৈরুতের স্মৃতি উসকে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই বন্দর। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর জেরে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাতের ওই শহর। সিএনএন জানায়, দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলী বন্দরে নোঙর করে থাকা এক পণ্যবাহী জাহাজে অগ্নিকান্ড থেকে এ বিস্ফোরণ ঘটে। ‘ওশান ট্রেডার’ নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে স্বাভাবিক কর্মকান্ড যাতে ব্যাহত না হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়।

দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহরজুড়ে।

উল্লেখ্য, দুবাইয়ের এ ঘটনা বৈরুত বন্দরে বিস্ফোরণের স্মৃতি উসকে দিয়েছে। ২০২০ সালে বৈরুত বন্দরে মজুদ রাখা রাসায়নিকের গুদামে প্রচন্ড বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ খবর