শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

গুরুত্বপূর্ণ দলের সমর্থন হারালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ দলের সমর্থন হারালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ও ক্ষমতাসীন সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। বুধবার করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশন (ইউএমএনও)। জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে একজন সিনিয়র ইউএমএনও নেতাকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কয়েক ঘণ্টা পর ইয়াসিনের পদত্যাগ দাবি করল দলটি। ইউএমএনও দলের কয়েকজন আইনপ্রণেতা ইয়াসিনের দলের নেতাদের আচরণে অসন্তুষ্ট।

 কিন্তু দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই সমর্থন প্রত্যাহারের কারণে মুহিদ্দিন ইয়াসিন বা মন্ত্রিসভায় কোনো প্রভাব পড়বে না।

সর্বশেষ খবর