শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোসাদ গুপ্তচরের মুক্তি চাইল ইউরোপ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোসাদ গুপ্তচরের মুক্তি চাইল ইউরোপ

ইউরোপীয় পার্লামেন্ট আমেরিকার ইরান-বিদ্বেষী নীতি অনুসরণ করে ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে কয়েকজন ইরানি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্‌বান জানিয়েছে। ওই পার্লামেন্ট বৃহস্পতিবার ওই প্রস্তাব পাস করে। আবার ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রস্তাবে ইরানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আহমাদ রেজা জালালিকে মুক্তি দেওয়ার জন্য নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি আহ্‌বান জানানো হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আহমাদরেজা জালালিকে ২০১৬ সালের এপ্রিলে আটক করা হয় এবং নির্ধারিত বিচার প্রক্রিয়ায় তার ফাঁসির আদেশ হয়।

সর্বশেষ খবর