সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

কভিডে বছরের প্রথম মৃত্যু অস্ট্রেলিয়ায়

কভিড আক্রান্ত হয়ে ২০২১ সালের প্রথম মৃত্যু ঘোষণা করল অস্ট্রেলিয়া। একই সঙ্গে এ দিন দেশটিতে এক দিনে সর্বোচ্চ কভিড রোগীও শনাক্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলস প্রদেশে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে কভিড-১৯। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটির চলমান ঢেউয়ের পেছনে রয়েছে কভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। আল-জাজিরা জানিয়েছে, রবিবার ৯০ বছরের এক বৃদ্ধ নারীর কভিড শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন। এটিই এ বছর দেশটিতে কভিড-সংক্রান্ত প্রথম কোনো মৃত্যু। এদিকে দেশটিতে বাড়ছে সংক্রমণও। এক দিনে শনাক্ত হয়েছে ৭৭ জন। লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটির সব থেকে বড় শহর সিডনিতে। নিউ সাউথ ওয়েলসের প্রাদেশিক প্রধানমন্ত্রী গ্লাডিজ বেরেজিকলিয়ান বলেন, আগামীকাল সংক্রমণ ১০০ না ছাড়ালেই বরঞ্চ আমি অবাক হবো।

গত শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০ জন। সেটিও ২০২১ সালের সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ছিল। সব মিলিয়ে সর্বশেষ ঢেউয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর