সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে শান্তির আশায় মধ্যপ্রাচ্যে মার্কিন দূত

আফগানিস্তানে শান্তির আশায় মধ্যপ্রাচ্যে মার্কিন দূত

আফগানিস্তানে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পুনর্মিলনের জন্য কর্মরত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ শুক্রবার দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এ তথ্য জানিয়েছে। খলিলজাদ তার ভ্রমণকালে কূটনীতি এবং ইসলামী প্রজাতন্ত্র ও তালেবানদের মধ্যে একটি শান্তি চুক্তি করতে তৎপর থাকবেন। আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধির মাঝেই তার এই সফরের খবর এলো। যুক্তরাষ্ট্র মে মাস থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে। এরপর তালেবান আফগান সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে। এখন আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ অঞ্চল দখল করেছে বলে দাবি করেছে তালেবান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর