বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার

কিউবায় সরকারবিরোধী বিক্ষোভের জেরে অন্তত ১০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। অর্থনৈতিক দুর্দশা, খাবার ও ওষুধের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং করোনাভাইরাস মহামারীতে সরকারের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন কিউবানরা। এদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে সরকার সমর্থকদের প্রতি আহ্‌বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এটাই ছিল কিউবায় সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। তবে রয়টার্স জানিয়েছে, কিউবায় রবিবারের উত্তাল বিক্ষোভের পর সোমবার দেশটির রাজধানী হাভানাসহ বিভিন্ন শহরের সড়ক শান্ত ও স্বাভাবিক দেখা গেছে। সড়কে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিউবার নির্বাসিত একটি অধিকার গোষ্ঠীর দাবি, বিক্ষোভের জেরে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিক্ষোভকারী, অ্যাকটিভিস্ট, স্বাধীন সাংবাদিক রয়েছেন। গ্রেফতারের অভিযোগের বিষয়ে কিউবা সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিক্ষোভের প্রতিক্রিয়ায় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। তার দেশে এই অস্থিরতার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন। কিউবার ওপর দীর্ঘদিন ধরে থাকা যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞাকে অর্থনৈতিকভাবে দমবন্ধের নীতি হিসেবে অভিহিত করেন তিনি।

স্নায়ুযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার মতাদর্শিক বিরোধ চলে আসছে। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা জোরদার করেছে ওয়াশিংটন। করোনাভাইরাস সংক্রমণ আর অর্থনৈতিক সংকট নিয়ে কিউবার জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

সর্বশেষ খবর