বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইউনিসেফ প্রধান হেনরিয়েটার পদত্যাগ

ইউনিসেফ প্রধান হেনরিয়েটার পদত্যাগ

পদত্যাগ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে। জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, হেনরিয়েটার পদত্যাগের কারণ সম্পর্কে অবহিত অ্যান্তোনিও গুতেরেস। তা হলো, হেনরিয়েটা তার পরিবারের প্রতি নিজেকে এখন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিবাহিত এবং আছে চারটি সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের একজন জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নির্বাহী। ২০১৮ সালে তিনি ইউনিসেফের দায়িত্ব নেন। বিশ্বজুড়ে শিশু ও যুব শ্রেণি যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার ব্যতিক্রমী সমাধান ও তাদের জীবনমানের উন্নতির জন্য কাজ করেছেন বলে হেনরিয়েটাকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

সর্বশেষ খবর