শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

দীর্ঘদিন কভিড আক্রান্তদের দুই শতাধিক উপসর্গ

কভিড থেকে মুক্তি পেলেও এর প্রভাব থেকে সহজে মুক্তি মিলছে না। নতুন এক গবেষণায় বলা হয়, যারা দীর্ঘ সময় ধরে কভিডে আক্রান্ত থেকেছেন তাদের মধ্যে অন্তত ২০৩টি উপসর্গ দেখা যেতে পারে। কভিড শুধু ফুসফুস নয়, মানবদেহের অন্তত ১০টি অঙ্গকে আক্রান্ত করে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা গবেষণা করে এ তথ্য জানিয়েছেন। গবেষকরা মোট ৫৬টি দেশের ৩ হাজার ৭৬২ জনের মধ্যে এই গবেষণা চালিয়েছেন। উপসর্গগুলোর মধ্যে ৬৬ ধরনের উপসর্গ পাওয়া গেছে যা সবার মধ্যেই আছে। এগুলো হল- ক্লান্তি, পরিশ্রমের পর উপসর্গের প্রকোপ বৃদ্ধি এবং বুদ্ধিভিত্তিক চিন্তার ক্ষমতা হ্রাস। অন্য প্রভাবগুলোর মধ্যে ছিল দৃষ্টিশক্তি হ্রাস, শরীরে চুলকানি, যৌন ক্ষমতা হ্রাস। এটি প্রকাশিত হয়েছে ল্যানসেটে ম্যাগাজিনে।

 তবে এই গবেষণায় জানা যায়নি ঠিক কত দিন ধরে একজন রোগী কভিডে আক্রান্ত থাকতে পারেন। যদিও অন্য গবেষণায় দেখা গেছে দীর্ঘ কভিডের ক্ষেত্রে প্রায় ৩ মাস পর্যন্ত একজন রোগী অসুস্থ থাকতে পারেন।

সর্বশেষ খবর