রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা
করোনা নিয়ে গবেষণা

ভারতে ৯৯ ভাগ মৃত্যু ঠেকাচ্ছে টিকা

ভারতে ৯৯ ভাগ মৃত্যু ঠেকাচ্ছে টিকা

আলাদা দুটি গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হওয়া ভারতীয়দের মধ্যে ৯৯ ভাগেরই মৃত্যু ঠেকাচ্ছে টিকা। একইভাবে যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে, যেসব অঞ্চলে টিকা গ্রহণের হার কম সেসব স্থানে মৃত্যু সবচাইতে বেশি।

খবরে বলা হয়, করোনাভাইরাসের ডেল্টা সংক্রমণের ক্ষেত্রেও মৃত্যু ঠেকাতে টিকা ৯৯ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে বলে দেখতে পেয়েছেন ভারতের গবেষকরা। পুনেভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) গবেষকদের এই গবেষণার খবর শনিবার প্রকাশ করা হয়েছে। টিকা গ্রহণকারীদের সংক্রমণ এবং মৃত্যু নিয়ে কোভিড-১৯ মহামারীকালে এটাই ভারতে সবচেয়ে বড় গবেষণা। গবেষকরা যেসব নমুনার জিনোম সিকোয়েন্সিয়ের ভিত্তিতে ফলাফল পেয়েছেন, তাতে করোনাভাইরাসের আলফা, কাপ্পা, ডেল্টার সঙ্গে  ডেল্টা প্লাস নমুনাও রয়েছে। প্রকাশিতব্য এই গবেষণাপত্রে বলা হয়েছে, ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মূল কারণ হচ্ছে  ডেল্টা, যে ধরনটি ২০২০ সালের অক্টোবরে ভারতের বিদর্ভে প্রথম শনাক্ত হয়েছিল। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি সামলে তৃপ্তির ঢেঁকুর তোলা ভারতের নাভিঃশ্বাস ওঠে এই বছর দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে। গত এপ্রিলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নজিরবিহীনভাবে বেড়ে গেলে প্রবল চাপে পড়ে দেশটি। এরপর ভারত টিকাদানে গুরুত্ব বাড়ায়, নিজেদের চাহিদা মেটাতে কোভিড টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞাও দেয় বিশ্বে টিকা উৎপাদনকারী সর্ববৃহৎ দেশটি। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর