রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

মার্কিন আইটি সেক্টরে চাকরির প্রলোভনে প্রতারণার ফাঁদ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনার সময় লকডাউনে যাওয়া কমিউনিটির অনেক উদ্যমী নারী-পুরুষ অনলাইনে চাকরির জন্য আইটি কোর্স করার কথা ভেবে থাকেন। আর সেই আগ্রহকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে কিছু অসাধু ব্যক্তি নিজেদের আইটি স্পেশালিস্ট হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। ভার্চুয়ালে তারা নানা কোর্স করানোর অঙ্গীকার করছেন। এ জন্যে বিস্তারিত প্যাকেজও ঘোষণা করা হচ্ছে। এমনকি তারা চাকরি প্রদানের অঙ্গীকারও করছেন। এর জন্য মাসিক কিস্তিতে নির্দিষ্ট ফি গ্রহণের চুক্তি করা হচ্ছে। নিউইয়র্ক, ভার্জিনিয়া, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, মিশিগানসহ বেশ কটি স্থানে ডজনখানেকেরও বেশি আইটি কোর্স প্রদানের প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে। কেউ কেউ বাসার বেসমেন্ট অথবা অন্য ব্যবসার আড়ালেও চালাচ্ছেন তথ্য-প্রযুক্তির সুবাদে অভিনব এই কার্যক্রম। আইটি সম্পর্কে ততটা জ্ঞান নেই কিংবা বিদ্যমান রীতি অনুসরণ করে এই কোর্স পরিচালনা করেন না-এমন কিছু প্রবাসীকে মাঝে মধ্যেই গণমাধ্যমে জ্ঞান দিতেও দেখা যাচ্ছে। এমন লোকের পরিচিত/ঘনিষ্ঠজনেরা তাদের দেখে অথবা কথা শুনে হতবাক হয়ে যাচ্ছেন। কারণ তারা যা বলেন তার কোনো বাস্তবতা বা ভিত্তি নেই। আজগুবি কিছু উপস্থাপন করে নিজের কথিত ব্যবসাকে টিকিয়ে রাখার লক্ষ্যে এমন কর্মযজ্ঞ শুরু হয়েছে।

সর্বশেষ খবর