রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা
ভোট পরবর্তী সহিংসতা

পশ্চিমবঙ্গে উত্তপ্ত রাজনীতি

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে উত্তপ্ত রাজনীতি

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) রিপোর্ট প্রকাশ্যে আসতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। গত মঙ্গলবার কমিশনের তরফে ৫০ পৃষ্ঠার খামবন্দী একটি রিপোর্ট জমা দেওয়া হয় কলকাতা হাই কোর্টে। এরপর রাজ্য সরকারের সচিবালয় নবান্নের অনুরোধে সেই রিপোর্ট গত বৃহস্পতিবার প্রকাশ্যে আনা হয়। সেই রিপোর্টে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িত থাকার বিষয়টি সামনে আসতেই সরগরম রাজ্য রাজনীতি।

রিপোর্টে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও শওকত মোল্লা, তৃণমূল নেতা উদয়ন গুহ, খোকন দাস, জীবন সাহা, শেখ সুফিয়ানকে কুখ্যাত দুর্বৃত্ত বলে আখ্যায়িত করা হয়েছে। ভোট পরবর্তী সহিংসতায় একাধিক নারীরও নাম রয়েছে। যদিও এনএইচআরসি-এর ওই রিপোর্ট মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত ও একতরফা। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান ‘এই রিপোর্ট খুবই দুঃখজনক, লজ্জাজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি সম্পূর্ণ সাজানো রিপোর্ট। দল এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে।’ নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক নিজের ফেসবুক পেজে মানবাধিকার কমিশনের রিপোর্টকে কটাক্ষ করে ধন্যবাদ জানান। তিনি লেখেন ‘আমাকে কুখ্যাত দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের অসংখ্য ধন্যবাদ।’ শনিবার এ বিষয়ে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমার কিছু বলার নেই, মানুষই বলছে। জাতীয় মানবাধিকার কমিশন যে বিজেপির দলদাসে পরিণত হয়েছে এই রিপোর্টই তার প্রমাণ।’

সর্বশেষ খবর