রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সারা আমেরিকাতেই হু হু করে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের হার। যারা টিকা নেননি, তারা আক্রান্ত হচ্ছেন উদ্বেগজনক হারে। এ অবস্থায় হোয়াইট হাউস গভীর উদ্বেগের সঙ্গে বলেছে, টিকা গ্রহণে অনীহা পরিহার করতে হবে।

সিডিসির (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি গত শুক্রবার ব্রিফিংয়ে জানান, সাতদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের হার ৭০ ভাগ বেড়ে গত বৃহস্পতিবার দাঁড়ায় ২৬৩০০ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি বেড়েছে ৩৬ ভাগ এবং গত সাতদিনে দৈনিক গড়ে হাসপাতালে ভর্তি হয় ২৭৯০ জন। একইভাবে করোনায় মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৬ ভাগ বেড়ে দৈনিক গড়ে ২১১ জন হয়েছে। বেশ কয়েক সপ্তাহ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা একেবারেই কমে যাবার পর হঠাৎ করেই তা বাড়তে শুরু করেছে। সিডিসি বিশেষভাবে উল্লেখ করেছে, যেসব এলাকার মানুষ টিকা নেয়নি, তারাই আক্রান্ত হচ্ছেন। সিডিসির পরিচালক ক্যাটাগরিকেলি উল্লেখ করেছেন, ‘টিকা না নেওয়ার খেসারত দিচ্ছে পুরো আমেরিকা। গত এক মাসে বাড়তে বাড়তে তা এখন ৫০টি স্টেটেই বিস্তৃত হয়েছে। ওয়ালেনস্কি আরও উল্লেখ করেছেন, ডেল্টার ভয়ংকর রূপ বিপর্যস্ত করতে চাচ্ছে গোটা আমেরিকাকে।

সর্বশেষ খবর