রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফ্রান্সে ভ্রমণকারীদের জন্য শিথিল হচ্ছে বিধিনিষেধ

ভ্রমণকারীদের জন্য ফ্রান্সে শিথিল করা হচ্ছে করোনার বিধিনিষেধ। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া যে কোনো দেশের নাগরিকগণ ভ্রমণ করতে পারবেন ফ্রান্সে। এ ছাড়া ভ্যাকসিন না নিলেও যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, সাইপ্রাস, নেদারল্যান্ডস ও গ্রিস থেকে যে কেউ ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রবেশের ২৪ ঘণ্টা আগে তাদের কভিড টেস্ট করাতে হবে। যার মেয়াদ থাকবে ৭২ ঘণ্টা। এসব নিয়ম কার্যকর হবে ১৮ জুলাই থেকে। গতকাল এ বিবৃতিতে এসব তথ্য জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তবে ফ্রান্সে ভ্রমণের আওতায় আসছেন না সব ধরনের ভ্যাকসিন গ্রহীতারা। ম্যাক্রোঁ বলেন, যারা ফাইজার বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনের দুই ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য করোনা টেস্টের প্রয়োজন হবে না। কোনো ধরনের টেস্ট ছাড়াই তারা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন। তবে ভ্রমণকারীদের সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট।

বিবৃতিতে আরও বলা হয়, উল্লিখিত ভ্যাকসিনগুলো ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে কার্যকরী। তাই এগুলোকে আওতাভুক্ত করা হয়েছে।

 

সর্বশেষ খবর