সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

মহাকাশে কাল পাড়ি দেবেন দুনিয়ার ধনীতম ব্যক্তি

মহাকাশে কাল পাড়ি দেবেন দুনিয়ার ধনীতম ব্যক্তি

দুনিয়ার ধনীতম ব্যক্তি জেফ বেজোস। সম্পদের সঙ্গে সঙ্গে স্বপ্নকেও বড় করেছেন। সেই স্বপ্ন পৃথিবীর আকর্ষণ ছেড়ে মহাশূন্যে পাড়ি দেওয়ার। আগামীকাল নিজের সংস্থা ব্লু অরিজিনের প্রথম যাত্রীবাহী মহাকাশে যাবেন বেজোস। মহাকাশ ভ্রমণের বিষয়ে অবশ্য তাকে সামান্য টেক্কা দিয়ে ফেলেছেন আর এক ধনকুবের রিচার্ড ব্র্যানসন। তবে ব্র্যানসন মহাশূন্যে আগে গেলেও সবদিক থেকেই বেজোসের মহাকাশযাত্রা ব্যাপকতর। বেজোস মহাকাশের আরও বেশি উচ্চতায় যাবেন। একসময় মহাকাশে ভাসমান ‘স্পেস-কলোনি’ বানাবেন, এমন এক লক্ষ্য নিয়েই ২০০০ সালে ব্লু অরিজিন সংস্থার প্রতিষ্ঠা করেন বেজোস। তিনি চান মহাকাশে কৃত্রিমভাবে মাধ্যাকর্ষণ তৈরি করতে, যাতে লাখ লাখ মানুষ সেখানে থাকতে পারেন। প্রচুর ওজন তুলে মহাকাশে যেতে পারে, এখন এমন এক প্রদক্ষিণ করা রকেট বানাচ্ছে বেজোসের সংস্থা। রকেটটির নাম ‘নিউ গ্লেন’।

 এ ছাড়াও একটি চন্দ্রযান (মুন ল্যান্ডার) বানানোর কাজ চলছে যাকে নাসার আর্টেমিস প্রোজেক্টের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। 

সর্বশেষ খবর