সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ব্রিটেনের কভিডবিধি প্রত্যাহার বিশ্বের জন্য বিপজ্জনক

১২০০ বিজ্ঞানী চিঠি লিখলেন ল্যানসেট সম্পাদককে

ব্রিটিশ রাষ্ট্রনায়ককে সতর্ক করলেন বিজ্ঞানীরা। মহামারী-পর্বের সব বিধিনিষেধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটেন তা যে মঙ্গলজনক সিদ্ধান্ত  নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে তা স্পষ্ট জানিয়ে দিলেন বিজ্ঞানীরা।

বিখ্যাত চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত গবেষণা পত্রিকা ‘ল্যানসেট’ এর সম্পাদকের কাছে পাঠানো এক চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশের ১২০০ জন বিজ্ঞানী। নিউজিল্যান্ড, ইতালি এবং ইসরায়েল সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটেনের কভিডবিধি থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের পক্ষেই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে চলেছে, এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন এই বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে ডেল্টার মতো  শক্তিশালী রূপগুলি আরও দ্রুত ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করে তাঁরা জানালেন, এর ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ব্রিটেন কার্যত গোটা বিশ্বের পরিবহন ‘হাব’। ফলে ব্রিটেন (টক) এক দেশ থেকে অন্য দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এক সুবিধাজনক ক্ষেত্র হিসেবে কাজ করবে এবং বিপদ ঘনাবে।

সর্বশেষ খবর