মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসের তান্ডবে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মারা গেছেন। ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে। রয়টার্স।

সূত্র জানায়, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারী শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন। সেই হিসেবে মাত্র ১৭ দিনে মারা গেছেন ২০ শতাংশ চিকিৎসক। আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।

তিনি বলেছেন, ‘আমরা কার্যক্ষমতায় সম্ভাব্য ধসের ব্যাপারে উদ্বিগ্ন। এটা সরকারের দেওয়া পরিসংখ্যান।’

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে গতকাল দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৮,৭৭, ৪৭৬ জন। মৃত্যু হয় ৭৩,৫৮২ জনের।

সর্বশেষ খবর