মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা
আস্থা ভোটে জয়

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন দেউবা

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন দেউবা

সব জল্পনার অবসান। অবশেষে নেপাল পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হলেন সে দেশের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। রবিবার অনুষ্ঠিত আস্থা ভোটে ২৭৫টি ভোটের মধ্যে ১৬৫টি ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী দেউবা। আজ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা তার। করোনা পরিস্থিতিতে বিগত কয়েক মাস ধরেই টালমাটাল ছিল নেপালের রাজনৈতিক অবস্থা। ক্ষমতায় এলে রাজনৈতিকভাবে দেশকে স্থিতিশীল করা অন্যতম লক্ষ্য বলে জানিয়েছিলেন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী। বিগত কয়েক মাস ধরেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল নেপালে। রাজনৈতিক অস্থিরতার জেরে ভেঙে দেওয়া হয়েছিল মন্ত্রিসভা। পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তাদের দাবিকে মান্যতা দিয়েই সম্প্রতি শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী মেনে দেউবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেয় নেপালের সুপ্রিম কোর্ট। এরপরই আয়োজিত হয় আস্থা ভোট। তাতে যেমন বিরোধীদের সব ভোট পান নেপালি কংগ্রেসের নেতা দেউবা, তেমনি পাশাপাশি ওলির সিপিএন-ইউএমএল দলের অনেকের সমর্থন পেয়ে যান। ফলে সহজেই আস্থা ভোটে জয়লাভ করেন তিনি।

সর্বশেষ খবর