শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

গরমে হাঁসফাঁস দুবাইবাসীকে স্বস্তি দিল ‘কৃত্রিম’ বৃষ্টি

গরমে হাঁসফাঁস দুবাইবাসীকে স্বস্তি দিল ‘কৃত্রিম’ বৃষ্টি

তিলোত্তমা নগরী দুবাই। এই দামি শহরের বড় সমস্যা দুর্বিষহ গরম। সেখানে বৃষ্টির সচরাচর দেখা পাওয়া যায় না। সেই শহরে বিজ্ঞানের কল্যাণে নামানো হলো নকল বৃষ্টি। তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছিল। গরমে হাঁসফাঁস করা দুবাইয়ের বাসিন্দারা ‘নকল’ বৃষ্টিতেই শরীর মনপ্রাণ ভিজিয়ে নিলেন। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শহর দুবাই বৈভবের জন্য গোটা দুনিয়ার কাছে সুপরিচিত। সেখানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করেই মুষলধারে বৃষ্টি নামানো হলো। সে এমন বৃষ্টি যে চোখের সামনে ধোঁয়া হয়ে যাওয়ার জোগাড়। তবে শহরবাসীদের আগে থেকেই বৃষ্টি নামার সময় বলে দেওয়ায় খুব একটা সমস্যা হয়নি। কীভাবে হলো এমন অসাধ্য সাধন? জানা গেছে, মাটিতে যেমন খাদ্যশস্যের বীজ বপন করা হয়, এও অনেকটা সেরকম ব্যাপার। এক্ষেত্রে ড্রোনের সাহায্যে আকাশে মেঘ বপন করা হয়েছে। মেঘের মধ্যে ভরে দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল চার্জ। শুষ্ক মেঘই এর ফলে হয়ে উঠেছে বৃষ্টির মেঘ। কৃত্রিম হলেও সেই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দুবাইবাসী।

সর্বশেষ খবর