শিরোনাম
শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

জনপ্রিয় ওয়েবসাইট ইন্টারনেট বিড়ম্বনার শিকার

বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট বৃহস্পতিবার বড় রকমের বিড়ম্বনায় পড়েছে। এদিন ওইসব সাইটে প্রবেশ করলেই ভিজিটর তার স্ক্রিনে ডিএনএস-এর লেখা দেখতে পেয়েছেন। এর অর্থ ওইসব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। এমন আক্রান্ত সাইটের মধ্যে রয়েছে এয়ারবিএনবি, ইউপিএস, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং প্লেস্টেশন নেটওয়ার্ক। ডিএনএস সরবরাহকারী একটি প্রতিষ্ঠান আকামাই তার এজ ডিএনএস সার্ভিস দিয়ে উদ্ভূত একটি ইস্যুর বিষয়ে রিপোর্ট করে। পরে তারা টুইটে জানিয়েছে সমস্যার সমাধান করা হয়েছে।

তাদের সার্ভিস স্বাভাবিকভাবে সচল হয়েছে। ইন্টারনেট বিষয়ে নজরদারি প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর রিপোর্টে বলেছে, বিশ্বজুড়ে তাদের যেসব ব্যবহারকারী আছে তাদের পক্ষ থেকে হাজার হাজার সমস্যার বিষয়ে রিপোর্ট করা হয়েছে। এর আগে বলা হয়েছিল, ব্যবহারকারীদের কাছে আংশিক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

কিছু এলাকায় কিছু ব্যবহারকারী নেট পাচ্ছেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার অনেক দেশ থেকে সমস্যার বিষয়ে রিপোর্ট হতে থাকে। ডিএনএস হলো ডোমেইন নেম সিস্টেমের সংক্ষিপ্ত রূপ। এর মধ্য দিয়ে আমাদের যে কোনো তথ্য ওয়েবে পড়ার সুযোগ করে দেওয়া হয়।

সর্বশেষ খবর