সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

চীনে উইঘুরদের আটকে রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দীশালা

চীনে উইঘুরদের আটকে রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দীশালা

উইঘুর মুসলিমদের আটকে রাখতে চীন দেশটির শিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় একটি বন্দীশালা নির্মাণ করেছে। এটির আয়তন ২২০ একর। বিশ্বের সবচেয়ে বড় এই বন্দীশালায় একসঙ্গে ১০ হাজার বন্দীকে রাখা যাবে। ২২০ একর জায়গায় নির্মিত এই বন্দীশালা আয়তনে ভ্যাটিকান সিটির দ্বিগুণ। সম্প্রতি এই বন্দীশালার বেশ কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশিসংখ্যক উইঘুর মুসলিমকে একসঙ্গে আটকে রাখার পরিকল্পনায় এই বন্দীশালা নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, গত চার বছরে ছুরিকাঘাত আর বোমা হামলার অভিযোগ এনে ১ লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমকে কারাবন্দী করেছে চীন। দেশটি এই মুসলিমদের আটকে রাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে। তবে এসব বন্দীশালায় অনেক নিরপরাধ ব্যক্তিকেও আটকে রাখার অভিযোগ রয়েছে।

জাতিসংঘের মতে, বর্তমানে ১০ লাখের মতো উইঘুর মুসলিমকে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে কয়েকটি শিবিরে বন্দী করে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পে তাদের ‘নতুন করে শিক্ষা’ দেওয়া হচ্ছে। কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এপি নিউজ

সর্বশেষ খবর