মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

অঘোষিত ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

অঘোষিত ইরান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

ওয়াশিংটন সফরের কয়েক দিনের ব্যবধানে অঘোষিতভাবে ইরান সফর করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। রবিবার তিনি ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীদের অগ্রাধিকার দেবে তার প্রশাসন। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘দোহার সঙ্গে সম্পর্কে বিশেষ জোর দেয় তেহরান।’ গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি।

এই বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের একটি উন্মুক্ত ও খোলামেলা আলোচনা প্রয়োজন বলে মত দেন কাতারের শীর্ষ কূটনীতিক।

সর্বশেষ খবর